রোনাল্ডো তাঁর আইডল। কিন্তু মেসি তাঁর বন্ধু। তাই ফিফার বিচারে মেসি বর্ষসেরা হতেই এমবাপে লিখলেন, মেসিই সেরা। আর কিলিয়ানের এই রচনা প্রকাশ পেতেই ভক্তদের মনে প্রশ্ন, তা-হলে কী আইডল রোনাল্ডোর থেকে মুখ ফেরালেন এমবাপে। ভক্তদের উত্তরে এমবাপে জানিয়েছেন, রোনাল্ডো এখন তাঁর গুরু। কিন্তু পিএসজির সতীর্থ মেসির থেকে তিনিই রোজই শিখছেন। তাই মেসি তাঁর মাস্টারমশাই।
গত বছর কাতারে এমবাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন মেসি। ঐতিহাসিক ফাইনালে হ্যাটট্রিক করেও ফ্রান্সকে পর পর দু বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন করতে পারেননি এমবাপে। সম্প্রতি, ফিফার বর্ষসেরার মঞ্চেও মেসি এক, এমবাপে দুই হয়েছেন।
ফরাসি এই ফুটবল তারকার মতে, কোনও সন্দেহ নেই আজও বিশ্ব ফুটবল তাকিয়ে দুই মহারথীর দিকে। একজন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, অন্যজন লিওনেল মেসি। একজনের আমি ভক্ত, অন্যজনের আমি ছাত্র। তাই নিজের ফুটবল জীবন কার্যত পূর্ণ বলেই দাবি কিলিয়ান এমবাপের।