বাংলা ছবি 'গোলন্দাজ'-এর পোস্টারে দেবের পরিবর্তে রবার্ট লেওয়ানডস্কির ছবি। এই মুহূর্তে লা-লিগায় সেরা স্কোরার লেওয়ানডস্কি। সদ্য এল ক্লাসিকোও জিতেছে বার্সেলোনা। ভারতীয় অনুরাগীদের জন্য দেবের ছবি গোলন্দাজ-এর পোস্টার শেয়ার লা লিগার।
ফুটবলের জনপ্রিয়তা দেশে কলকাতা, কেরল ও গোয়াতেই সীমাবদ্ধ। মেসি ও রোনাল্ডো চলে যাওয়ার পর লা-লিগার জনপ্রিয়তা ভারতে কমেছে। সেই বাজার ফিরিয়ে আনতে অভিনব উদ্যোগ লা লিগার। ইতিহাস বলে ভারতীয় ফুটবলের জনক নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তাঁর জীবন নিয়ে তৈরি ছবি 'গোলন্দাজ'। তাই দেবের ছবির পোস্টার শেয়ার লা-লিগার।