স্বাধীনতা দিবসের দিনেই বড়সড় দুঃসংবাদ। প্রয়াত কলকাতা ময়দানের 'বড়ে মিঁঞা' মহম্মদ হাবিব। ৭৪ বছর বয়সে হায়দরাবাদের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মহম্মদ হাবিবের ভাইপো মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
জানা গিয়েছে দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন তিনি। হারিয়েছিলেন স্মৃতিশক্তিও। শেষ বয়সে ভালোভাবে কথাও বলতে পারতেন না বলেই জানা গিয়েছে। পাশাপাশি পারকিনসন্সের সমস্যাও ছিল তাঁর। মঙ্গলবার সন্ধে নাগাদ মৃত্যু হয় মহম্মদ হাবিবের।
কলকাতা ময়দানে তাঁর বিচরণ ছিল সর্বোত্র। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহমেডান ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। ১৯৭০ সালে ভারতের যে ফুটবল দল ব্রোঞ্জ জিতেছিল সেই দলের সদস্য ছিলেন মহম্মদ হাবিব।
জন্ম হায়দরাবাদেই। ১৭ বছর বয়সে সেখান থেকে কলকাতায় চলে আসেন তিনি। প্রথমে ইস্টবেঙ্গল ক্লাবে নাম লেখান। তারপর প্রায় ১৮ বছর কলকাতা ময়দানে পায়ের জাদু দেখিয়েছিলেন। কখনও মোহনবাগান, কখনও আবার ইস্টবেঙ্গল।
২০১৫ সালে তাঁকে ভারত গৌরব সম্মান দেয় ইস্টবেঙ্গল। ২০১৮ সালে পশ্চিমবঙ্গ সরকার তাঁকে বঙ্গবিভূষণ উপাধি দেয়।