বুধবার কাতার বিশ্বকাপে সন্ধে বেলা এমবাপে, রাতে নামবেন মেসি। তার আগে আসুন এক নজরে দেখে নেওয়া যাক, কোন দল কটার সময়ে মাঠে নামছে।
১. ফ্রান্স ও তিউনিশিয়া
এডুকেশন সিটি স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা
২. অস্ট্রেলিয়া ও ডেনমার্ক
আল জানাব স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ৮টা
৩.আর্জেন্টিনা ও পোল্যান্ড
974 স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
৪.সৌদি আরব ও মেক্সিকো
লুসাইল স্টেডিয়াম
ভারতীয় সময় রাত সাড়ে ১২টা
ভারতে খেলা দেখা যাবে:
স্পোর্টস ১৮ ও স্পোর্টস ১৮ এইচডি
এমটিভি এইচডি
লাইভ স্ট্রিমিং
জিও সিনেমা
এছাড়া টাটা প্লে অ্যাপ ও ভোডাফোনের ভি-ওয়ান অ্যাপে ম্যাচ দেখা যাবে