দুর্দান্ত প্রত্যাবর্তন। দু'মাস পর দুরন্ত ছন্দে মাঠে ফিরলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। দেখালেন নিজের জাদু। জোড়া গোলে দলকে মেজর লিগে দুর্দান্ত জয় এনে দিলেন আর্জেন্টাইন মহাতারকা।
ভারতীয় সময় রবিবার রাতে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল মেসি-সুয়ারেজের দল ইন্টার মিয়ামি। এই ম্যাচ খেলতে প্রায় দু'মাস পর মাঠে নামেন লিও। তাঁর রাজকীয় কামব্যাকের জেরে ফিলাডেলফিয়াকে ৩-১ গোলে হারাল ইন্টার মায়ামি। এই জয়ের ফলে লিগ টেবিলে শীর্ষ স্থানেই রইল মেসির ক্লাব মিয়ামি।
এদিনের ম্যাচের শুরুতে পিছিয়ে পরে ইন্টার মিয়ামি। মিকায়েল উরের গোলে খানিকটা এগিয়ে যায় ফিলাডেলফিয়া। সেই সময়ই নিজের পায়ের জাদু দেখান মেসি। ২৬ ও ৩০ মিনিটে জোড়া গোল করে মায়ামিকে ম্যাচে ফেরান তিনি।
সুয়ারেজের অ্যাসিস্টে প্রথম গোলটি পান মেসি। আর দ্বিতীয় গোলের উৎস ছিলেন জর্দি আলবা। এরপর মেসির অ্যাসিস্টে আরও একটি গোল করেন সুয়ারেজ। এদিনের জয়ের পর মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সে ২৮ ম্যাচে ১৯ জয় ও ৫ ড্র মিলিয়ে মোট ৬২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল মেসির মিয়ামি।