একটা বিশ্বকাপ জয়। তাতেই 'বন্ধু' ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে পিছনে ফেলে দিয়েছেন লিওনেল মেসি। এবার মাঠের বাইরেই সিআর সেভেনকে টেক্কা দিলেন এলএম টেন। সমাজমাধ্যমের মাঠে মেসি বনাম রোলান্ডোর লড়াইয়ে পতুর্গিজকে হারিয়ে দিলেন আর্জেন্টাইন। বিশ্বকাপ শুরুর আগে ইনস্ট্রাগ্রামে নিজের ছবিতে ভরিয়ে দিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন তাঁর ভক্তরা। কিন্তু লুসাইল স্টেডিয়ামে বিশ্বকাপ হাতে নিয়ে মেসি নিজের ছবি আপলোড করতেই ঘুরে গেল যাবতীয় ভোট। সূত্র বলছে, মেসির এই ছবিকে ভালবেসেছেন সাড়ে ৫ কোটির বেশি মানুষ। যা একটা নজির।
বিশ্বকাপ শুরুর আগে নিজের সমাজমাধ্যমে মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করেছিলেন রোনাল্ডো। ভালবাসার পাশাপাশি বিতর্কও হয়েছিল এই ছবি নিয়ে। কারণ, বিজ্ঞাপনের এই ছবি বিশ্বকাপের আগে দেওয়ার উপরে নিষেধাজ্ঞা ছিল। হয়তো মেসির সঙ্গে নিজের ছবির লোভ সামলাতে পারেননি রোনাল্ডোও। সেই পোস্টে লাইক পড়েছিল ৪ কোটি ২০ লক্ষ। দুই শ্রেষ্ঠ ক্রীড়াবিদ একসঙ্গে। ভালবাসা যে উপচে পড়বে, এটা স্বাভাবিক।
কিন্তু ১৮ ডিসেম্বর লুসাইলে মেসির ছবি সেই রেকর্ড ভেঙে দিলেন। কোনও ক্রীড়াবিদের ছবিতে সাড়ে পাঁচ কোটির উপর লাইক, যা রেকর্ড। সত্যিই ভাগ্যহীন মারাদোনা। আজ যদি তিনি বেঁচে থাকতেন। তাঁর সেই ছবি যদি শেয়ার করতেন, না জানি কত লাইক পড়ত। মেক্সিকো সিটির অ্যাজিটক স্টেডিয়াম। বিশ্বকাপ জয়ের পর নামাবলি গায়ে মারাদোনা।