এই মরশুমের নবম গোল করলেন লিওনেল মেসি (Lionel Messi)। এই গোল করেই ভেঙে ফেললেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) রেকর্ড। ইউরোপের সেরা পাঁচটি লিগে ৬৯৭তম গোল করে ফেললেন তিনি। বুধবার রাতে মন্টপিলারের বিরুদ্ধে এই রেকর্ড গড়েন তিনি।
এতদিন পর্যন্ত ৬৯৬টি গোল করে এই রেকর্ড রোনাল্ডোর দখলে ছিল। ৮৪টি ম্যাচ কম খেলে রোনাল্ডোর এই রেকর্ড ভাঙলেন মেসি।
আরও পড়ুন: আমিই দলের মালিক', সিরিজ জয়ের পর রোহিতের কথা কি ভুলে গেলেন হার্দিক পান্ডিয়া!
সম্প্রতি, সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। একই লিগে আর খেলার সম্ভাবনা নেই বললেই চলে মেসি ও রোনাল্ডোর।