কানাডার বিরুদ্ধে জিতে কোপা আমেরিকা অভিযান শুরু করেছে আর্জেন্টিনা। এই ম্যাচে গোল পাননি লিওনেল মেসি। জুলিয়ান আলভারেজ ও লাওতারে মার্টিনেজের গোলেই কানাডার বিরুদ্ধে এসেছে জয়। তবে কোপার প্রথম ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়লেন লিওনেল মেসি।
এদিন কোপা আমেরিকায় ৩৫তম ম্যাচ খেলে ফেললেন লিওনেল মেসি। এই নিয়ে সপ্তম কোপা আমেরিকা ম্যাচে খেলতে নেমেছিলেন আর্জেন্টিনার অধিনায়ক। এর আগে কোপায় সব থেকে বেশি ম্যাচ খেলে এই রেকর্ড ছিল চিলির গোলকিপার সার্জিও লিভিংস্টোনের।
১৯৪২ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চিলি টিমে খেলেছিলেন লিভিংস্টোন। কোপা আমেরিকায় আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি তাঁর রেকর্ডই ভেঙে দিলেন। ম্যাচের পর মেসি জানিয়েছেন, "আমরা জানতাম, এটা কঠিন ম্যাচ হবে। কানাডা যে কোনও প্রতিপক্ষের জন্য় কঠিন টিম।"