৩৬ বছর পর দেশকে বিশ্বকাপ উপহার দিয়েও অনুতপ্ত বিশ্ব ফুটবলের রাজকুমার লিওনেল মেসি। কিন্তু কেন ? বিশ্বজয়ের ঠিক ৪৩ দিনের মাথায় এসে তাঁর মনে হয়েছে, তিনি ঠিক কাজ করেননি। কী ব্যাপারে তিনি ঠিক করেননি ? আর্জেন্টিনার এক সংবাদপত্রকে মেসি জানিয়েছেন, বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে নেদারল্যান্ডস ম্যাচে গোটা দুনিয়া তাঁর যে চেহারা দেখেছে, সেটা করা ঠিক হয়নি। কারণ, কোনও মানুষকে অপমান করা বা অশ্রদ্ধা করা তিনি কখনও শেখেননি। যা হয়েছে সবটাই ম্যাচের উত্তেজনার বসে। নাম না করলেও ডাচদের প্রাক্তন কোচ লুই ভ্যান গল এবং নেদারল্যান্ডস দলের কাছে ক্ষমা চেয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক।
কাতার বিশ্বকাপে চরম উত্তেজনার মধ্যেই শেষ হয়েছিল আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডসের কোয়ার্টার ফাইনাল ম্যাচ। কার্ডের বন্যা বওয়ার পাশাপাশি দু দেশের ফুটবলারদের হাতাহাতির ঘটনায় নিন্দার ঝড় উঠেছিল। এই ম্যাচেই নেদারল্যান্ডসের প্রাক্তন কোচ ভ্যান গলের দিকে তেড়ে গিয়েছিলেন মেসি। সবাই দাবি করেছিল, পুরনো আক্রোশ মেটাতেই এই কৌশল ছিল আর্জেন্টিনার অধিনায়কের।
কিন্তু সেই ম্যাচ নিয়ে মুখ খুলে মেসি জানিয়েছেন, ওই দিন মাঠে তিনি যা করেছেন, সবটাই ভুল। এরজন্য তিনি ক্ষমা চাইছেন। কারণ, মাঠের উত্তেজনা মাঠেই শেষ করা উচিত। তাঁরা সবাই ফুটবলার। তাঁদের সংযত থাকাটাই দায়িত্ব। মেসি মনে করেন, ওইদিন ভগবানের আর্শীবাদ ছিল, যে মাঠে উত্তেজনা গ্যালারি ছড়িয়ে যায়নি।
মেসি ক্ষমা চাইলেন। কিন্তু ফিফা কী তাঁকে ক্ষমা করবে ? কারণ, এই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই তদন্ত কমিটি তৈরি করেছেন বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা। আর কয়েকদিনের মধ্যেই তাদের রিপোর্ট জমা পড়বে জুরিখের দফতরে।