মারাকানার এমন রূপ দেখে আতঙ্কিত আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওনেল মেসি। মঙ্গলবার রাতের ঘটনার পর তাঁকে নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে মাঠ থেকে বের করা হয়। গ্যালারির দৃশ্য দেখে আতঙ্কিত মেসি দল নিয়ে চলে গিয়েছিলেন সোজা লকার রুমে। ম্যাচ শেষে মেসি জানান, এত বড় স্টেডিয়ামের গ্যালারি এমন উত্তেজিত হতে পারে, তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।
ব্রাজিল বনাম আর্জেন্টিনার বিশ্বকাপের যোগ্যতার ম্যাচে গ্যালারিতে দর্শক সংঘর্ষের ঘটনার রিপোর্ট চাইল ফিফা। মঙ্গলবার রাতে মারাকানায় মুখোমুখি হয় দু' দেশ। সেই ম্যাচে জাতীয় সঙ্গীত শেষের পরেই গ্যালারিতে সংঘর্ষে জড়িয়ে পড়েন দু দেশের সমর্থকরা। কী ঘটনার জেরে মারাকানায় রক্তপাত হল, সেই ব্যাপারে বিস্তারিত জানতে চেয়েছে ফিফা।
ব্রাজিলের বনাম আর্জেন্টিনা এই ম্যাচ দেখতে মঙ্গলবার রাতে হাজির ছিলেন ৬৯ হাজার দর্শক। গ্যালারির একটি অংশে দেখা যায় ব্রাজিল সমর্থকদের মেসি বরণের ছবি। কিন্তু অন্য অংশ থেকে উড়ে আসে মেসির বিরুদ্ধে কটাক্ষ। যার প্রতিবাদ করেন আর্জেন্টাইন সমর্থকরা। এর থেকেই মারপিটের সূত্রপাত বলে জানিয়েছে সংবাদসংস্থা। এই ঘটনার জেরে প্রায় ৩০ মিনিট পর শুরু হয় ম্যাচ। কড়া নিরাপত্তায় মাঠ ছাড়তে হয় লিও মেসিকে।
ম্যাচের ৬৩ মিনিটে নিলোকাস ওটামেন্ডির গোলে হেরে গিয়েছে ব্রাজিল। এই হারের ফলে পয়েন্ট তালিকায় সাত নম্বরে নেমে গেল ব্রাজিল। শীর্ষে আর্জেন্টিনা।