পিএসজি ছাড়ার সম্ভাবনা ক্রমেই জোরালো হচ্ছে। ক্লাব সমর্থকরা তাঁকে বিদ্রুপ করছেন। মেজাজ হারাচ্ছেন মেসিও।আগামী জুনেই মেসির সঙ্গে চুক্তি শেষ হবে পিএসজির। তার দলের অন্দরে মেসিকে নিয়ে সমস্যা বাড়ছে।
বায়ার্ন মিউনিখের কাছে কাছে হারের পর চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গিয়েছে প্যারিস সাঁ জাঁ। এবার সেই হারের দায় লিওনেল মেসির ঘাড়েই চাপাচ্ছেন পিএসজি সমর্থকরা। রবিবার ঘরের মাঠে পিএসজি-র সমর্থকদেরই বিদ্রুপ শুনতে হয়েছে মেসিকে। কিন্তু এমবাপের বিরুদ্ধে মুখ খোলেননি সমর্থকরা। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যাওয়ার পরই পিএসজির একদল উগ্র সমর্থক মেসির দায়বদ্ধতা নিয়েই সরাসরি প্রশ্ন তুলতে শুরু করেন। তাঁরা অভিযোগ তোলেন, যতটা পারিশ্রমিক দেওয়া হয়, ততটা দায়িত্ব নিচ্ছেন না মেসির। বায়ার্নের বিরুদ্ধে দুটি ম্যাচেই গোল করতে পারেননি।
সমর্থকদের বিদ্রুপ ভাল ভাবে নেননি মেসিও। মেসির নাম উচ্চারণ হওয়ার পরই শিস দেওয়া শুরু করে সমর্থকদের একাংশ। খেলা যতক্ষণ চলল, ততক্ষণ এভাবেই মেসিকে বিদ্রুপ করেন তারা। পিএসজি হেরে যাওয়ার পরে মেসির নামে বিদ্রুপ আরও বাড়ে।