বিশ্বকাপ জয়ের পর কোপা আমেরিকা জয়। দেশের জার্সিতে সাফল্য লাভের পর মেজর লিগ সকারে ইন্টার মায়ামি টিমে যোগ দিয়েছিলেন লিওনেল মেসি। কিন্তু লিগের অল স্টার গেমে থাকতে পারবেন না এলএম টেন। গোড়ালিতে চোট আছে তাঁর। ফাইনালে পাওয়া চোট এখনও সেরে ওঠেনি। এমনই জানিয়েছে টিম কর্তৃপক্ষ।
ইউরোপের লম্বা সফর কাটিয়ে গত বছর জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। এই সপ্তাহে মেজর লিগ সকারে অল স্টার ম্যাচ হবে। অংশ নেবে লিগের ১৮টি দল। এই ম্যাচের মেসি থাকবেন না, তাই হতাশ ফুটবলপ্রেমীরা।
ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর গত মরশুমে ভাল পারফরম্যান্স করেছিলেন মেসি। ১২টি গোল ও ১৩টি অ্যাসিস্ট আছে তাঁর। এক মরশুমে ২৫টি গোলের কারিগর হিসেবে রেকর্ডও গড়েন মেসি।
তবে শুধু মেসি নন, তাঁর ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজও এই অলস্টার গেমে থাকতে পারবেন না। হাঁটুতে সমস্যা আছে তাঁর। কলম্বাসের ওহিওতে এই ম্যাচের আয়োজন করা হয়েছে। মেক্সিকো লিগা এমএক্সের বিরুদ্ধে খেলতে নামবেন মেজর সকার লিগের ফুটবলাররা।