Lionel Messi : চোট সারিয়ে ফিরলেন লিও, তবে মেসি ম্যাজিক দেখতে এখনও অপেক্ষা করতে হবে অনুরাগীদের ?

Updated : Aug 30, 2024 11:42
|
Editorji News Desk

মাঠে ফিরলেন লিওনেল মেসি । আবারও ফুটবলে শট লিও-র । কোপা আমেরিকা ফাইনালে চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন । মেসির মাঠে ফেরা নিয়ে চিন্তায় ছিলেন ভক্তরা । অবশেষে ৪৫ দিন পর মাঠে দেখা গেল মেসিকে । সম্প্রতি, ইন্টার মায়ামির হয়ে অনুশীলনে নেমেছিলেন এলএমটেন । সেই ছবি প্রকাশ্যে আসতেই হাসি ফুটেছে মেসি ভক্তদের মুখে । 

মেসি অনুশীলনে ফিরলেও, কবে দলের হয়ে খেলবেন তা এখনও জানা যায়নি । শনিবার শিকাগোয় যাবে ইন্টার মায়ামি । ১৪ সেপ্টেম্বর ফিলাডেলফিয়ার বিরুদ্ধে ম্যাচ । সেই ম্যাচে কি খেলবেন মেসি ? ইন্টার মায়ামির কোচ টাটা মার্টিনো জানিয়েছেন,খেলার মতো অবস্থায় এখনও পৌঁছননি মেসি । কবে, খেলায় ফিরবেন এখনও জানা যায়নি ষ সেক্ষেত্রে, আবার মেসি ম্যাজিক দেখতে হয়তো আরও দিন কয়েক অপেক্ষা করতে হবে তাঁর অনুরাগীদের ।

উল্লেখ্য, কোপা টুর্নামেন্টের শুরু থেকেই চোটের সমস্যায় ভুগছিলেন মেসি । তবুও, তিনি মাঠ ছাড়েননি । চোট নিয়েই দলকে জিতিয়েছেন একাধিক ম্যাচে । কোপার ফাইনালের প্রথমার্ধেও চোট পেয়েছিলেন লিওনেল মেসি । তবুও মাঠে টিকে ছিলেন । কিন্তু দ্বিতীয়ার্ধে দৌঁড়তে গিয়ে আবার চোট পান । ফলে ৬৫ মিনিটের মাথায় মাঠ ছাড়তে হয় আর্জেন্টিনার অধিনায়ককে । ম্যাচ চলাকালীন দেখা যায় লিওনেল মেসির পায়ের গোড়ালি ফুলে গিয়েছে । রিজার্ভ বেঞ্চে বসে রয়েছেন তিনি । চোখে তখন জল। দু'হাত চাপা দিয়ে কান্না আটকানোর চেষ্টা করছেন । সেদিন আর নিজেকে সামলাতে পারেননি । 

ইউরোপের লম্বা সফর কাটিয়ে গত বছর জুলাইয়ে ইন্টার মায়ামিতে যোগ দেন লিও। ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর গত মরশুমে ভাল পারফরম্যান্স করেছিলেন মেসি। ১২টি গোল ও ১৩টি অ্যাসিস্ট আছে তাঁর। এক মরশুমে ২৫টি গোলের কারিগর হিসেবে রেকর্ডও গড়েন মেসি। 

Lionel Messi

Recommended For You

editorji | খেলা

Ravichandran Ashwin : ব্রিসবেন থেকে ব্যাড নিউজ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর অশ্বিনের

editorji | খেলা

Isha Guha : বুমরাকে 'বাঁদর' বলে দুঃখিত ইশা, নেট পাড়ায় তীব্র প্রতিক্রিয়া

editorji | খেলা

Ind Vs Aus Test : মেঘে ঢাকা ব্রিসবেনে দুর্যোগ ভারতীয় ব্যাটিংয়ে, গাব্বায় ধুঁকছেন রোহিত শর্মারা

editorji | খেলা

FIFA WC 2030 : বিশ্ব ফুটবলে বিরাট চমক ! ২৩ বছর আগে কী ভেবেছিলেন পরিচালক ফারহান আখতার ?

editorji | খেলা

India vs Australia: ওপেন করবেন কে ভুলে যান, বুমরার স্পিনেই তৃতীয় টেস্টে চাপে পড়বে অস্ট্রেলিয়া!