আগামী জুনেই প্যারিস সাঁ জাঁর সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। চুক্তি বাড়বে, নাকি অন্য ক্লাবে যোগ দেবেন লিওনেল মেসি! এরই মধ্যে সৌদি আরবে দেখা গিয়েছে লিওনেল মেসির বাবা জর্জেকে। তিনি নিজেই মেসির এজেন্টও। নতুন ক্লাবের সঙ্গেই কথা বলতে কি সৌদিতে জর্জে!
সৌদি প্রো লিগে আল নাসেরের প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলাল। আল নাসেরে খেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি সৌদির ক্লাবে যাওয়ার পরই আল হিলাল চাইছে মেসিকে ক্লাবে আনতে। রিয়াধে জর্জে মেসিকে দেখার পর সেই জল্পনা ফের বেড়েছে।
পিএসজির নতুন চুক্তিতে এখনও সই করেননি লিওনেল মেসি। ক্লাব সূত্রে খবর, পিএসজি-তে খেলতে চাইছেন না মেসি। একাধিক ক্লাবের সঙ্গে মেসির আলোচনা চলছে। মেজর সকার লিগের ক্লাবও মেসিকে নিতে আগ্রহী।