সামনে প্রতিপক্ষ, গোলকিপার অথচ সে সব কিছুর তোয়াক্কা না করে বল পাস দিয়ে গোলের জালে বল বিঁধিয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। এমন ম্যাজিক হয়ত লিওনেল মেসি ছাড়া আর কারও পক্ষেই সম্ভব নয়। কিন্তু এমন অসম্ভবকেই সম্ভব করেছে আরও একজন।
মেসি নয়। ছোট মেসি, কারণ সে মেসির মেজো ছেলে মাতেও মেসি। ইন্টার মিয়ামি জুনিয়র দলের হয়ে পাঁচ গোল করেছে আট বছরের মাতিও। আর তার এহেন জাদুতে মুগ্ধ নেটপাড়া বলছে 'বাপকা বেটা'।
আরও পড়ুন - আইপিএলের ইতিহাসে নয়া রেকর্ড, ভারতীয় হিসেবে মাইলফলক ধোনি
লিওনেল মেসির ছেলে মাতেও মেসি অনূর্ধব ৯ ইন্টার মিয়ামি জুনিয়র দলের হয়ে খেলে। সম্প্রতি তার ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, বিপক্ষের গোলের সামনে ছোট্ট মাতেও রীতিমতো ত্রাস।