লিওর জন্মদিন। সকাল থেকেই শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। জন্মদিনের এলাহি আয়জনের মধ্যেই কোপা আমেরিকায় ব্যস্ত রয়েছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ক লিওনেল মেসি। এর মধ্যেই উঠে এসেছে মেসির সঙ্গে তাঁর স্ত্রী আন্তোনেল্লা রোকুজ্জোর কথা বন্ধের খবর। তবে, কি বিচ্ছেদ হচ্ছে মেসি আর আন্তোনেল্লার?
না। বিচ্ছেদ নয়। সুখে শান্তিতে ঘর করছেন তাঁরা। আসলে এই ঘটনা বহু আগের। এক সাক্ষাৎকারে স্ত্রীকে নিয়ে মুখ খুলছিলেন মেসি। তিনি জানিয়েছিলেন, একটা সময় তাঁদের দু'জনের মধ্যে কোনও যোগাযোগই ছিল না। ঠিক কী ঘটেছিল?
মেসির কথায়, 'ছোট বেলা থেকেই আন্তোনেল্লাকে ভাল লাগত মেসির। কিন্তু ১৩ বছর বয়সেই আমি স্পেনে চলে যাই। তারপর কোনও যোগাযোগ ছিল না। এক দেশ থেকে অন্য দেশে ফোনে কথা বোলার খরচ খুব বেশি। এরপর যখন আমার ১৬ বা ১৭ বছর বয়স ফের যোগাযোগ শুরু হয়। ম্যাসেঞ্জারে কথা বলতাম। তখনই বুঝলাম ছোটবেলার তান রয়ে গিয়েছে।'