জীবনের শেষ বিশ্বকাপ। আগেই ঘোষণা করে দিয়েছেন লিওনেল মেসি। কাতারে নামার আগে নিজের স্বপ্ন থেকে দলের জয়ের সম্ভাবনা। সব নিয়ে সাক্ষাৎকার দিলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার এক সংবাদমাধ্যমে সেই সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে। যেখানে মেসি জানিয়েছেন, এবার বিশ্বকাপে ফেভারিট নয় আর্জেন্টিনা।
ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে পৌঁছেও হারতে হয় জার্মানির কাছে। সেই আক্ষেপ এখনও যায়নি মেসির। তবে এবার কাতারে অনেক সতর্ক টিম। মেসি বলেন, "টুর্নামেন্টে প্রত্যেক মুহূর্তে বিপদ ওত পেতে থাকবে। সামান্যতম ভুলের ক্ষমা হয় না। ফুটবলে যা কিছু হতে পারে ভেবে নামলে হয় না। বরং উঁচু মানের ফুটবল খেলে যেতে হয়। একই খিদে, মনসংযোগ নিয়ে খেলা সহজ নয়।" মেসির মতে, টিম লড়বে। কিন্তু গোটা আর্জেন্টিনা ধরেই নিয়েছে চ্যাম্পিয়ন। এটা ভাবা ঠিক নয়।
২০০৬ সালে প্রথম বিশ্বকাপ। ২০২২-এ পঞ্চম বিশ্বকাপে নামবেন লিওনেল মেসি। এই বিশ্বকাপের অভিজ্ঞতা নিয়ে বলতে গিয়ে মেসি জানান, "প্রথমে বিশ্বকাপ খুবই উপভোগ করেছিলাম। সারল্য ছিল, আরও সাফল্য পেতে চাইতাম। কিন্তু ভাবতে শুরু করলে আনন্দ কমে যায়। ২০১৪ বিশ্বকাপ আমরা সত্যি ভাল খেলেছি। ব্রাজিলের সেই অভিজ্ঞতা ভুলতে পারব না। ব্রাজিল বিশ্বকাপ শিখিয়েছে, একটা শক্তিশালী দলই আসল। সেটাই টুর্নামেন্ট জেতায়। ২০১৪ সালের টিমের সঙ্গে এবারের টিমের অনেক মিল আছে। প্রথম ম্যাচ সব সময়ই গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচ ভাল খেললে, টুর্নামেন্টের টোন ঠিক হয়ে যাবে।"