আরও একবার আর্জেন্টিনার (Argentina) উদ্ধারকর্তা লিওনেল মেসি (Lionel Messi)। বিশ্বকাপের যোগ্যতাঅর্জন (World Cup Qualifires) ম্যাচে ইকুয়েডরের বিরুদ্ধে খেলতে নামে আর্জেন্টিনা। ১-০ গোলের ব্যবধানে জেতে টিম।
দেশের হয়ে ১৭৬টি ম্যাচে ১০৪তম গোল করলেন লিওনেল মেসি। দেশের হয়ে বিশ্বকাপের যোগ্যতাঅর্জন ম্যাচে এই নিয়ে ২৯টি গোল করলেন তিনি। উরুগুয়ের লুই সুয়ারেজের গোলের সংখ্যাও একই।
আরও পড়ুন: সবথেকে বেশি বয়সে খেলবেন গ্র্যান্ড স্লামের ফাইনাল, বিশ্বরেকর্ড ভারতের রোহন বোপান্নার
এদিন নুনেজ স্টেডিয়ামে এই ম্যাচ দেখার জন্য ছিলেন ৮৩ হাজার দর্শক। মেসির গোলে ম্যাচ জেতে আর্জেন্টিনা। ইকুয়েডরও বেশ কিছু সুযোগ পেয়েছিল। কিন্তু সমতা ফেরাতে পারেনি তারা।