মরশুমের প্রথম ম্যাচ। আর সেই ম্যাচের আকর্ষণের কেন্দ্রবিন্দু লিওনেল মেসি (Lionel Messi)। ফরাসি লিগে জীবনের প্রথম বাইসাইকেল কিকে (Bi Cycle Kick) গোল করলেন তিনি। শনিবার ম্যাচে সতীর্থ লিওনার্দো পেরেদেসের পাস বুকে রিসিভ করেন মেসি। এরপরই আসে তাঁর কেরিয়ারের প্রথম বাইসাইকেল কিক। যে শট দেখে স্টেডিয়ামে স্ট্যান্ডিং ওভেশন দিল বিপক্ষ টিমের সমর্থকরাও। দীর্ঘদিন পর যেন নিজের জাত চেনালেন মেসি। জানালেন, তিনিই কেন সেরা। পিএসজি (PSG) জিতল ৫-০ গোলে।
গত মরশুমে পিএসজিতে ২৬টি ম্যাচ খেলে মাত্র ৬টি গোল করেছিলেন লিওনেল মেসি। এবার মরশুম যে এমন হবে না, তা প্রথম ম্যাচ থেকেই বুঝিয়ে দিলেন আর্জেন্টাইন তারকা। শনিবার ম্যাচে জোড়া গোল করলেন তিনি। এই দুটি গোলের মধ্যে একটি ছিল বাইসাইকেল কিক।
আরও পড়ুন: খরা কাটল বিলেতে মাঠে, ১৬ বছর পর কমনওয়েলথ হকিতে পদক ভারতীয় মহিলা হকি দলের
বার্সেলোনায় (Barcelona) কেরিয়ারের দীর্ঘ সময় কাটিয়েছেন। এত রেকর্ড গড়েছেন। কিন্তু বাইসাইকেল কিকে এতদিন কোনও গোল করেননি তিনি। এদিন ম্যাচে মেসি ছাড়াও গোল করেন নেইমার, হাকিমি ও মারকেনহাস।