বিশ্বকাপে জয়ের পর পিএসজি-তে ফিরেছেন। মাঠে নামার পর গোটা টিম তাঁকে সংবর্ধনা দিয়েছে। কিন্তু কবে মাঠে নামবেন, তা জানা যায়নি। বুধবার মধ্য রাতে ফের মাঠে নামতে চলেছেন লিওনেল মেসি। ভারতীয় সময় রাত ১টা ৩০ মিনিটে নামছেন তিনি।
কাতার বিশ্বকাপের আগে ক্লাবের হয়ে ১৯টি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি। ১২টি গোল করেছেন। বিশ্বকাপের পর পিএসজির হয়ে ২টি ম্যাচে খেলেননি মেসি। এর মধ্যে একটি ম্যাচে হেরেছে দল। লিগা ওয়ানে বুধবার রাতে পয়েন্ট তালিকায় সবার শেষে থাকা অ্যাঙ্গার্সের বিরুদ্ধে খেলতে নামছে পিএসজি।
আরও পড়ুন: অসমের বিরুদ্ধে রঞ্জি ট্রফিতে ট্রিপল সেঞ্চুরি পৃথ্বী শ-এর
প্যারিস সাঁ জাঁর সঙ্গে প্রথমে ২ বছরের চুক্তি হয়েছিল মেসির। সেই চুক্তি এবার শেষের পথে। জানা গিয়েছে, এবার মেসির সঙ্গে চুক্তি বাড়াতে চাইছে পিএসজি। তবে তার আগে কয়েকটি ম্যাচে তাঁকে দেখে নিতে চাইছে পিএসজি ম্যানেজমেন্ট।