কোপা আমেরিকায় পরপর দুটি ম্যাচে জয় আর্জেন্টিনার। এখনও পর্যন্ত গোল পাননি অধিনায়ক লিওনেল মেসি। শেষ ম্যাচে চিলির বিরুদ্ধে ১-০ গোলে জিতেছে আর্জেন্টিনা। গোল পান লাউতারো মার্টিনেজ। এরপরই জল্পনা, লিওনেল মেসির কি চোট!
ম্যাচের পর কোচ লিওনেল স্কালোনি মেসিকে নিয়ে মুখ খোলেননি। তবে সূত্রের খবর, কোয়ার্টার ফাইনালে মেসির খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিভিন্ন প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, চিলির বিরুদ্ধে উরুতে চোট পেয়েছেন। আর্জেন্টিনার ট্রেনিংয়েও দেখা যায়নি। তাতেই জল্পনা আরও বেড়েছে।
কোপা আমেরিকার ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ পেরু। এই ম্যাচে মেসির না থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।