কাতার বিশ্বকাপের প্রস্তুতি তুঙ্গে। এরই মধ্যে চিন্তা বাড়ল লিওনেল মেসির চোটে। শুধু আর্জেন্টিনা নয়। কাতার বিশ্বকাপে মেসি না থাকা ফিফার জন্যও বড় দুঃসংবাদ। তাঁর চোট কতটা গুরুতর, তা যদিও জানায়নি ক্লাব প্যারিস স্যঁ জ্যাঁ কর্তৃপক্ষ। পরের ম্যাচে তাঁকে দলে রাখা হয়নি। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, ঝুঁকি না নিতেই বিশ্রাম দেওয়া হয়েছে এলএম টেনকে।
পিএসজি টিমে মেসির পাশাপাশি প্রিসনেল কিম্পেবকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ক্লাব কর্তৃপক্ষ সূত্রে খবর, দুই ফুটবলারেরই পেশিতে চোট আছে। গত চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচেও বিশ্রাম দেওয়া হয় তাঁদের।
বিশ্বকাপের আর বেশিদিন বাকি নেই। এই সময় ক্লাবগুলি আর ঝুঁকি নিতে চাইছে না। মরশুমের মাঝপথে এবার বিশ্বকাপ। প্রচুর প্লেয়ার চোট পেয়ে ছিটকে গিয়েছেন। মেসির মতো তারকা ফুটবলারকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চাইছে না পিএসজি।