প্রথমবার ইন্টার মায়ামির (Inter Miami) হয়ে অ্য়াওয়ে ম্যাচ খেলতে যাবেন লিওনেল মেসি (Lionel Messi)। রাউন্ড ১৬-এর ম্যাচে এফসি ডালাসের বিরুদ্ধে নামবে তাঁর দল। ফ্রিসকোর টয়োটা স্টেডিয়ামে নামবেন মেসি। স্প্যানিশ সংবাদ মাধ্যম মার্কা জানিয়েছে, ১৮ মিনিটের মাথায় ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে। স্টেডিয়ামের দর্শক সংখ্যা ২০ হাজার ৫০০।
রেকর্ড অর্থে বেকহ্যামের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছেন লিওনেল মেসি। প্যারিস সাঁ জাঁ থেকে এই ক্লাবে এসেই প্রথম ম্যাচে ফ্রি-কিকে গোল করেন মেসি। প্রত্যেক ম্যাচেই গোল পাচ্ছেন। প্রথমবার অ্যাওয়ে জার্সিতে দেখা যাবে লিওকে।
আরও পড়ুন: বাদ পড়লেন বাঙ্গার, আরসিবি টিমের দায়িত্ব নিলেন লখনউ সুপার জায়ান্টসের হেড কোচ
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, রবিবার লিওনেল মেসিকে এই ম্যাচে দেখার জন্য ইতিমধ্যেই ৯০০০ মার্কিন ডলারের টিকিট বিক্রি হয়ে গিয়েছে।