প্যারিস অলিম্পিক্সে দেখা যাবে না লিওনেল মেসিকে। প্রতিযোগিতা শুরু হওয়ার আগে এই কথা জানিয়ে দিলেন লিওনেল মেসি। মূলত বয়সের কারণেই আর আর্জেন্টিনার জার্সি গায়ে অলিম্পিক্সের ময়দানে নামবেন না তিনি। তবে, ২১ জুন থেকে শুরু হবে কোপা আমেরিকা। এই টুর্নামেন্টে তাঁকে দেখা যাবে আর্জেন্টিনার জার্সি গায়ে।
নিয়ম অনুযায়ী, অলিম্পিক্সে সব দেশকে নিজের দলের অনূর্ধ্ব-২৩ দলকে নিয়ে খেলতে হয়। কিন্তু সেই টিমে তিন জন সিনিয়র ফুটবলারকে খেলানো যায়। আর্জেন্টিনার হয়ে সিনিয়র প্লেয়ার হিসেবে খেলার জন্য মেসিকে প্রস্তাব দেওয়া হয়। কিন্তু মেসি ওই তিন জনের এক জন হতে রাজি নন।
বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক মেসি জানিয়েছেন, 'কোপার মাঝে অলিম্পিক্স নিয়ে ভাবা কঠিন। কারণ একসঙ্গে এতগুলি ম্যাচ খেলা সম্ভব না। আমায় বেছে খেলতে হবে।'