“কত বার বিশ্ব চ্যাম্পিয়ন(Argentina wins Qatar World Cup) হওয়ার এই স্বপ্ন দেখেছি। এটা পাওয়ার জন্য কত অপেক্ষা করেছি।" রবিবার এভাবেই নিজের আবেগকে সোশ্যাল মিডিয়ায় ফুটিয়ে তুললেন ফুটবলের রাজপুত্র লিও মেসি। প্রবল দুঃসময়েও পাশে থাকার জন্য তিনি পরিবারকে ধন্যবাদ জানান। ধন্যবাদ জানান তাঁর ভক্তদের। এরপরেই টিমগেমে বিশ্বাসী মেসি(Lio Messi) লেখেন, কোনও ব্যক্তি নয়, গোটা দলের জন্যই এই জয় সম্ভব হয়েছে।
প্রতিপক্ষ ফ্রান্সের(France vs Argentina) সঙ্গে কঠিন লড়াইয়ে কাপ ঘরে তুলেছেন। বিশ্বকাপ(Argentina wins Qatar World Cup 2022) জিতে শিশু সারল্য মুখে হেসে চলেছেন ফরাসী বধের নায়ক লিওনেল মেসি(Lio Messi)। রবিবারের রাতে স্বপ্ন সফল করেও যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি। ম্যাচ শেষে সেকথাই লিখলেন লিও। নিজের অনুভূতিকে মেলে ধরলেন তাঁর অসংখ্য ভক্তদের কাছে।
আরও পড়ুন- Google Search traffic: মেসির স্বপ্ন পূরণের রাতে নয়া রেকর্ড গুগলের, টুইট পিচাইয়ের
কাতার বিশ্বকাপে শুরুতেই অঘটন ঘটে। সৌদি আরবের(Saudi Arabia vs Argentina) কাছে হেরে যান মেসিরা। সেই সময় কোচ(Lionel Scaloni) বদলের দাবিও তোলেন ক্ষুব্ধ সমর্থকরা। আর টুর্ণামেন্ট শুরুর সেই ধাক্কাতেই আমূল বদলে যায় গোটা টিম। শুরু হয় বিশ্বকাপে ফেরার লড়াই।