লিওনেল। মেসি নন, তিনি স্কালোনি (Lionel Scaloni)। মাত্র ৪৪ বছর বয়স। কাতার বিশ্বকাপে সবথেকে কনিষ্ঠ কোচ। আর্জেন্টিনা টিম কোয়ার্টার ফাইনালে জোড়া লিওনেলের দৌলতেই। এবার প্রতিপক্ষ নেদারল্যান্ডস (Netherlands)। কোচ লুইস ভ্যান গল আগেভাগে হুঙ্কার দিয়ে রেখেছেন আর্জেন্টিনাকে। জানিয়েছেন, আর্জেন্টিনা (Argentina) তাঁদের চিরশত্রু। ৭১ বছরের ভ্য়ান গলকে এবার পাল্টা উত্তর দিলেন স্কালোনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ছিলেন লুইস ভ্যান গল। কেরিয়ারে কোচ হিসেবে অনেক সাফল্য। নেদারল্যান্ডসের কোচকে রসিকতা করেই উত্তর দিয়েছেন স্কালোনি। জানিয়েছেন, ওনার বিরুদ্ধে কোচ হিসেবে থাকতে পেরে তিনি গর্বিত। সবাই জানে, ফুটবলের জন্য উনি কত কিছু করেছেন। সবাই ওনার মতো হওয়ার চেষ্টা করেন। ফুটবল এমনই একটা খেলা, যেখানে এমন সুযোগ পাওয়া যায়। বিশেষ করে বিশ্বকাপের মঞ্চে, ভ্যান গলের বিরুদ্ধে ফুটবল মস্তিষ্ক ব্যবহার করতে পারবেন বলে তিনি গর্বিত।
আরও পড়ুন: ছবিতে পোজ রিচার্লিসনদের, বাচ্চাদের সঙ্গে খেলায় মাতলেন তিতে, হালকা মেজাজে ব্রাজিল
অস্ট্রেলিয়াকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। শনিবার আর্জেন্টিনার বিরুদ্ধে নামছে নেদারল্যান্ডস। গত ম্যাচে দারুণ জয় পেয়েছে ডাচরাও। আর্জেন্টিনার বিরুদ্ধে জিতে শেষ চারে যেতে তৈরি তাঁরাও।