এলএম টেন বনাম এলএম টেন। ২০১৪ হোক বা ২০১৮। গত দুই বিশ্বকাপেই এই দুই LM10- নিয়ে চর্চা ফুটবল মহলে। এবার বিশ্বকাপের সেমিফাইনালে গতবারের রানার্স টিম ক্রোয়েশিয়া। আর ৮ বছর পর ফের ফাইনালে ওঠার সুযোগ আর্জেন্টিনার দুই তারকা ফুটবলারের দিকেই তাকিয়ে গোটা দুনিয়া।
শত্রুতা অনেকটাই প্রাচীন। সেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। তখন থেকেই দুই LM10 নিয়ে চর্চা ফুটবলমহলে। মদ্রিচের মতো মিডফিল্ডার যে কোনও দেশের সম্পদ। এই বিশ্বকাপে বয়স ৩৭। মেসি-রোনাল্ডোকে নিয়ে যত চর্চা, তার সিকিভাগও নেই মদ্রিচকে নিয়ে। এই ৩৭ বছরে তাঁর কাঁধে ভর করে ফের বিশ্বকাপের সেমিফাইনাল খেলতে নামবে ক্রোয়েশিয়া। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর এই ধারাবাহিকতা ধরে রেখে রেকর্ড গড়েছেন এল এম টেন। লুকা মদ্রিচের হাতে শেষবার বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন ক্রোটরা।
এদিকে লিওনেল মেসি। পঞ্চম বিশ্বকাপ খেলতে নেমে মেসির শরীরী ভাষাই বদলে গেছে। সত্যিই যেন মারাদোনা এসে ভর করেছে। তাঁর মতো শিল্প, তাঁর মতো ছোঁয়া। তামাম ফুটবল দুনিয়া চায়, বিশ্বকাপ জিতুন লিও। কিন্তু ক্রোয়েশিয়ার মতো টিমের বিরুদ্ধে মেসিকে নিংড়ে দিতে হবে তাঁর সব প্রতিভা। প্রত্যেকটা ম্যাচে অন্য লড়াই লড়তে হবে, তা ভাল করেই জানেন। লড়ছেনও। এদিনও মদ্রিচের বিরুদ্ধে মেসির প্রতিভার লড়াই। আদি ও অকৃত্রিম এল এম টেনের লড়াই।