বড়সড় খুশির খবর মহমেডান স্পোর্টিং-এ জন্য। মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে লগ্নিকারী পেতে চলেছে ময়দানের ওই ক্লাব। দু তরফের কথাবার্তাও অনেকটাই এগিয়েছে বলে বলে জানা গিয়েছে।
সম্প্রতি স্পেন ও দুবাই সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে লুলু গ্রুপের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, সেখানেই মহমেডান স্পোর্টিংয়ে বিনিয়োগ করার জন্য আগ্রহ প্রকাশ করেছে তারা। আর কয়েকদিনের মধ্য়েই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হতে পারে।
গত ১২ সেপ্টেম্বর বিদেশ সফরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন, মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহমেডানের কর্তারা। স্পেন ও দুবাইয়ের একাধিক বিনিয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক করেন তাঁরা। সেখানেই লুলু গ্রুপ আগ্রহ প্রকাশ করে।
Read More- স্পেন ও দুবাই সফর শেষ করে কলকাতায় মুখ্যমন্ত্রী, ফিরে এসে কী বললেন?
লুলু গ্রুপের বিনিয়োগের পর মহমেডানের ISL-এ খেলা আর কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। কারণ ISL এ খেলতে গেলে প্রয়োজন ভালো কোচ, ভালো বিদেশি খেলোয়াড়। এবং সেকারণে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করার প্রয়োজন। এই বিনিয়োগের পর আর কোনও সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে।