কোভিডে আক্রান্ত হলেন লিওনেল মেসি (Lionel Messi)। মেসি ছাড়াও কোভিডে আক্রান্ত হলেন প্যারিস সেন্ট জার্মেইন (PSG) ক্লাবের আরও তিন ফুটবলার। সোমবার রাত থেকে ফ্রেঞ্চ কাপে খেলতে নামার কথা ছিল টিমের। তার আগেই কোভিড আক্রান্ত লিওনেল মেসি।
মেসি সহ ক্লাবের মোট চার ফুটবলারের কোভিড আক্রান্তের খবর জানিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন। প্রথম বিবৃতিতে ক্লাব জানায়, দলের একজন স্টাফ কোভিডে আক্রান্ত হয়েছেন। কোনও নাম ঘোষণা করা হয়নি তখনও। পরে দলের মেডিকেল নিউজে জানা যায় মেসির নাম। মেসি ছাড়াও আক্রান্ত হয়েছেন দলের ফুটবলার জুয়ান বারনাট, গোলকিপার সার্জিও রিকো ও নাথান বাইতুমাজালা।
আরও দেখুন: অতিরিক্ত সময়ের গোলে ১০ জনের আর্সেনালকে হারাল ম্যান সিটি
সোমবার ফ্রেঞ্চ কাপের রানার আপ মোনাকোর সঙ্গে খেলার কথা ছিল প্যারিস সেন্ট জার্মেইনের। কিন্তু শনিবার মোনাকোর পক্ষ থেকে জানানো হয়, তাঁদের সাতজন ফুটবলার কোভিড পজিটিভ। ভয়ের কোনও কারণ নেই। তবে সবাই আইসোলেশনে আছেন।