রেনের বিরুদ্ধে শেষ ম্যাচে একসঙ্গে খেলেছিলেন মেসি-নেইমার-এমবাপে। জিততে পারেনি টিম। এবারও রেনের বিরুদ্ধে হারতে হল পিএসজি। ২-০ ব্যবধানে হারল প্যারিস সাঁ জাঁ।
ম্যাচে প্রথমার্ধ শেষ হওয়ার আগে রেনেকে এগিয়ে দেন কার্ল টোকো একাম্বি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকে দ্বিতীয়ার্ধে নামে পিএসজি। কিন্তু দ্বিতীয়ার্ধের ৩ মিনিটের মধ্যে গোল করে রেনে। ম্যাচে একাধিক সুযোগ মিস করেন মেসি-এমবাপেরা। এর খেসারত দিতে হয়েছে টিমকে।
এখনও লিগা ওয়ানের ১০টি ম্যাচ বাকি আছে। ২৮ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষেই আছে পিএসজি। তবে এই ম্যাচে হার লজ্জার।