সেকেন্ডে এক লক্ষ ৬৩ হাজার ৯৭৪ টাকা ! কীসে এবং কোথায় ? এই অঙ্ক ফুটবল মাঠের। বৃহস্পতিবার সৌদি আরবের মাঠে খেলবে প্যারি সাঁজা। মেসি-এমবাপেরারা এই ম্যাচ খেলার জন্য পাবেন মোট ৮৮ কোটি ৫৪ লক্ষ ৬০ হাজার টাকা। তা সেকেন্ডে ভাগ করলে এই অঙ্কই উঠে আসছে। ওই দিন সৌদির দুই বড় ক্লাব আল-নাসের এবং আল-হিলালের যৌথ দলের বিরুদ্ধে খেলবেন মেসিরা। বিশ্বকাপের পর এই প্রথম এক মাঠে প্রতিপক্ষ মেসি-রোনাল্ডো। কারণ, সৌদি দলকে নেতৃত্ব দেবেন সিআর সেভেন। আল-নাসেরের হয়ে মাঠে নামার আগে এই ম্যাচেই সৌদির মাটিতে তাঁর অভিষেক হবে।
রিয়াধের কিং ফাহাদ স্টেডিয়ামে এই ম্যাচ হতে চলেছে। এই ম্যাচের পরেই হয়তো আল-নাসেরের হয়ে অভিষেক হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে থাকার সময় দু’ম্যাচের জন্য নির্বাসিত করা হয়েছিল রোনাল্ডোকে। আল নাসেরে এসে সেই কারণে প্রথম দু’টি ম্যাচ খেলতে পারেননি তিনি।
কাতার বিশ্বকাপে সাতটি গোল করে ফের ক্লাব ফুটবলে ফিরেছেন মেসি। ইতিমধ্যেই ফরাসি ক্লাবের হয়ে দুটি ম্যাচও খেলেছেন। যার মধ্যে একটি ম্যাচে হেরেছেন। বিশ্বকাপের পর এই প্রথম মেসি-রোনাল্ডো দ্বৈরথ দেখার জন্য সবাই মুখিয়ে।