স্বপ্ন পূরণ আর ইতিহাস তৈরি করার মধ্যে সূক্ষ পার্থক্য আছে। বিশ্বকাপ ফাইনালে উঠে আর্জেন্টিনা এই দুইয়ের সামনে একই সঙ্গে দাঁড়িয়ে আছে। রবিবারের ম্যাচ কতটা কণ্টকময় হতে পারে, তা ভাল করেই জানেন লিওনেল মেসি। জানেন মেসির পরিবারও। এবারই শেষ বিশ্বকাপ। কোনও মুহূর্ত মিস করতে চায় না তাঁর পরিবার। ফাইনালের আগে বাবাকে খোলা চিঠি লিখলেন তাঁর ছেলে থিয়াগো।
মেসির স্ত্রী অ্যান্তোনেলা একটি নোটবুকের ছবি শেয়ার করেছেন। একটি রুলটানা নোটবুকে থিয়াগো আর্জেন্টিনার একটি জনপ্রিয় গান মুচাচো-র কতগুলি লাইন লিখেছেন। বাবাকে উদ্দেশ্য করে থিয়াগো লিখেছে, আরও একবার আশা তৈরি হয়েছে। স্ত্রী আন্তোনেলা জানিয়েছেন, এই বিশ্বকাপ কতটা গুরুত্বপূর্ণ, তা বুঝতে পেরেছেন ছেলেরাও।
এবার বিশ্বকাপে মুচাচো নতুন করে জনপ্রিয়তা পেয়েছে। গ্যালারিতে এই গান মন্ত্রের মতো কাজ করেছে। মেসি, মারাদোনা, ১৯৯০, ২০১৪ সালে বিশ্বকাপ ফাইনালে হারের যন্ত্রণা, সব মিশিয়ে নতুন করে লেখা হয়ে মুচাচোর লিরিক্স। ফাইনালে এই গানই গোটা দলকে নতুন করে অনুপ্রেরণা দেবে বলে মনে করছে আর্জেন্টিনার সমর্থকরা।