ফুটবল দুনিয়ায় নতুন করে কিছু পাওয়ার নেই। ২০২২ সালে ফুটবল বিশ্বকাপ জয়। সবথেকে বেশি বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। বিশ্বজুড়ে কোটি কোটি সমর্থক। বর্তমানে আমেরিকার ইন্টার মায়ামি ক্লাবে খেলেন লিওনেল মেসি। এবার একটু হলিউডের দুনিয়ায় পা রাখলে ক্ষতি নেই। এবার বিরাট বাজেটের প্রযোজনা সংস্থা খুলে ফেললেন লিওনেল মেসি। ওয়েব সিরিজ থেকে পূর্ণ দৈর্ঘ্যের সিনেমা, সব কিছুতেই বিনিয়োগ করবে এই সংস্থা।
জানা গিয়েছে, মেসির এই প্রযোজনা সংস্থার নাম '৫২৫ রোজারিও'। নিজের জন্মস্থানের নামেই প্রযোজনা সংস্থা খুলেছেন মেসি। জানা গিয়েছে, সিনেমা, ওয়েব সিরিজ, তথ্যচিত্র, বিজ্ঞাপনী ভিডিয়ো, সবই বানাবে মেসির সংস্থা। ইতিমধ্যেই স্মাগলার এন্টারটেইনমেন্ট নামে এক সংস্থার সঙ্গে কাজ করেছেন মেসি। তাঁরা মেসিকে নিয়ে দুটি তথ্যচিত্র বানিয়েছে। তাদের সঙ্গে হাত মিলিয়েই নয়া অভিযানে নামলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।
২০২৪-এ মেসির মোট সম্পত্তির পরিমাণ ১.১৫ মিলিয়ন মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১০ হাজার কোটি টাকা। এই নতুন প্রযোজনা সংস্থা সেই সম্পত্তির পরিমাণ আরও খানিকটা বাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে। মেসি নিজে জানিয়েছেন, বিনোদন তাঁর কাছে সব সময় আকর্ষণের জায়গা। তা ফুটবল হোক বা তার বাইরে। তাই নতুন সংস্থা নিয়ে তিনি খুবই উত্তেজিত। এই প্রযোজনা সংস্থা গোটা বিশ্বে ছড়িয়ে দিতে চান বলেও জানিয়েছেন মেসি।
সম্প্রতি একটি ইউটিউব চ্যানেল লঞ্চ করেন মেসির অন্যতম প্রতিযোগী ও ফুটবল তালকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। ৯০ মিনিটে তাঁর সাবস্ক্রাইবার হয় ১ মিলিয়ন। ইউটিউবের ইতিহাসে সব থেকে কম সময় ১ মিলিয়ন সাবস্ক্রাইবারের মাইলফলক পার করেন তিনি। শুধু ফুটবল বিষয়ক কন্টেন্ট নয়, রোনাল্ডোর এই চ্যানেলে পরিবার, ডায়েট, সুস্থ থাকার টিপস নিয়েও আলোচনা থাকে।