কলকাতা লিগ জয়ের আরও কাছে মহমেডান স্পোর্টিং। মঙ্গলবার তারা ২-০ গোলে হারাল ডায়মন্ড হারবারকে। প্রথমার্ধ ছিল গোলশূন্য। ম্যাচের ৬০ মিনিটে প্রথমে গোল করে এগিয়ে যায় সাদা-কালো শিবির। একেবারে শেষ সময়ে মহমেডানের হয়ে লিড বাড়িয়ে দেন ডেভিড। এই নিয়ে লিগে ২০তম গোল করলেন মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক।
লিগের প্রথম পর্বে এই ডায়মন্ড হারবারের কাছে হেরেছিল মহমেডান। কিন্তু সুপার সিক্সে বদলে গেল ম্যাচের রেজাল্ট। ম্যাচ জয়ের পর মহমেডানের নতুন কোচ চেরশিনভ জানিয়েছেন, গোটা দলকে প্রথম ম্যাচে ডায়মন্ড হারবারের কাছে হারের কথা বলে তিনি তাতিয়েছিলেন। সেই পেপটকই এই ম্যাচে কাজে লেগেছে।
আরও পড়ুন : লিগের ম্যাচে গোল বন্যা, খিদিরপুরকে ১০-১ গোলে হারাল ইস্টবেঙ্গল
এই জয়ের ফলে লিগ জয়ের আরও কাছে মহমেডান স্পোর্টিং। আগামী কয়েকদিনের মধ্যে নতুন ইনভেস্টর পেতে পারে তারা।