আই লিগ জয়ের পথে আরও এগিয়ে গেল মহমেডান স্পোর্টিং। রবিবার মণিপুরের নেরোকাকে হারিয়ে লিগ জয়ের পথে আরও একধাপ এগিয়ে গেল কলকাতা এই ক্লাব। এই ম্যাচে দুই-শূন্য গোলে জিতল তারা। ম্যাচে ৪২ ও ৫৪ মিনিটে জোড়া গোল করে নায়ক হার্নান্দেজ।
এই জয়ের ফলে ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট কলকাতা এই ক্লাবকে। এই জয়ের ফলে লিগ জয়ের ভিত আরও শক্ত করল মহমেডান স্পোর্টিং। এবার আই লিগ জিতলে পরের মরশুমে আইএসএল খেলবে মহমেডান স্পোর্টিং।
ম্যাচ জয়ের পর মহমেডান কোচ জানিয়েছেন, চাপের মধ্যে ভালই খেলছেন তাঁর ছেলেরা। এবারের লিগে দুবারই মণিপুরের এই ক্লাবকে হারাল মহমেডান স্পোর্টিং।