মোহনবাগানের AFC কাপের সূচিও বদলে গেল। ২৪ অক্টোবর বাংলাদেশের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামার কথা মোহনবাগানের। পুজোর সময় পর্যাপ্ত পুলিশ পাওয়া যাবে না। নিরাপত্তার কারণে, সেই ম্যাচ যুবভারতী স্টেডিয়াম থেকে সরিয়ে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে।
প্রাথমিক সূচি অনুযায়ী, ২৪ অক্টোবর দুপুর সাড়ে ৩টে থেকে এই ম্যাচ শুরু হওয়ার কথা ছিল। AFC কর্তৃপক্ষ জানিয়েছে ম্যাচটি সাড়ে ৯টা থেকে শুরু হবে। ওই দিন বিজয়া-দশমী। ম্যাচের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়। ওই ম্যাচটি হবে ভুবনেশ্বরে। তবে ওই দিন একই মাঠে নামছে ভুবনেশ্বর ও মাজিয়া স্পোর্টস। এই ম্যাচ শেষ হওয়ার পর নামবে মোহনবাগান।