প্রথমে ঠিক ছিল নতুন বছর শুরু হবে ডার্বি দিয়েই। কিন্তু পরে সূচি পরিবর্তন হয়। সেই মতো আজ মঙ্গলবার সুপার কাপে একইদিনে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দুপুরে মাঠে নামবে লাল-হলুদ। আর সন্ধ্যায় সবুজ-মেরুন।
এবার সুপার কাপে একই গ্রুপে রয়েছে কলকাতার দুই প্রধান। বছরের প্রথম ডার্বি হবে ১৯ জানুয়ারি। তার আগে গ্রুপের প্রথম ম্যাচে এদিন ইস্টবেঙ্গল খেলবে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে। আর মোহনবাগানের প্রথম ম্যাচ আইলিগ খেলা শ্রীনিধি ডেকান।
এদিনের ম্যাচ থেকে দুটি বিষয় দেখতে চান দু দলের সমর্থকরা। এক, নতুন বছরে ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাতের নতুন কৌশল কী হবে ? আর দুই, জুয়ান ফেরান্দো পরবর্তী মোহনবাগান মাঠে নেমে কতটা আগ্রাসণ দেখাবে। কারণ, তাদের পুরনো হেডস্যর অ্যান্তোনিও হাবাস গোড়া থেকেই পয়েন্ট চান।
আইএসএলে দুটি দলের ভাগ্য সুতোয় ঝুলছে। এরমধ্যে ভাল শুরু করে হারের হ্যাটট্রিক মোহনবাগানের। এরপর উপর রয়েছে চোটের দীর্ঘ তালিকা। তবে স্বস্তি ধীরে ধীরে ফিট হচ্ছে বাগান ডিফেন্ডার আনোয়ার আলি।