নবাবের শহর লখনউর কেডি সিং গ্রাউন্ডে ইস্টবেঙ্গলকে টাইব্রেকারে হারিয়ে জয়ী মোহনবাগান। সোমবার লখনউয়ে চিফ মিনিস্টার্স কাপ-এ ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নির্ধারিত সময় খেলার ফল ছিল ১-১। ইস্টবেঙ্গলের একটি শট বাঁচিয়ে টাইব্রেকারে কলকাতা ডার্বি জয় মোহনবাগানের।
ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে টাইব্রেকারে জেতে মোহনবাগান। দুবারই মোহনবাগানকে জেতায় গোলকিপার বিশাল কাইথ। ফাইনালে নর্থ ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে হারতে হয়। এদিন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে এই ম্যাচে জুনিয়র টিমের গোলকিপার মাত্র একটি সেভ করেন। ইস্টবেঙ্গলের তন্ময় ও বিষ্ণু বাইরে বল মারেন। এরপরই মোহনবাগানের কাজ সহজ হয়ে যায়।
সামনে আইএসএল। ইস্টবেঙ্গলের সামনে কলকাতা লিগের সুপার সিক্সের খেলাও রয়েছে। তাই দুই প্রধানের অধিকাংশ ফুটবলারই এই ম্যাচে খেললেনি। অহেতুক ঝুঁকি নিলে চোট সমস্যায় পড়তে হবে। প্রথম থেকে দুদলই বল নিয়ন্ত্রণে রেখে খেলা শুরু করে। পরে আগ্রাসী ফুটবল খেলে মোহনবাগান। ১৮ মিনিটে বাগানে হয়ে প্রথম গোল করেন সুহেল ভাট। ৭১ মিনিটে সমতা ফেরায় ইস্টবেঙ্গল। গোল করেন মহম্মদ আশিক। এরপরই টাইব্রেকারে গড়ায় খেলা।