ডুরান্ড ফাইনালের বদলা আইএসএলে। যুবভারতী স্টেডিয়ামে নর্থ ইস্ট ইউনাইটেডকে ৩-২ গোলের রুদ্ধশ্বাস ম্যাচে হারাল মোহনবাগান সুপার জায়ান্ট। ৮৭ মিনিটে জেসন কামিংসের বাঁ পায়ের শট জালে জড়াতেই উচ্ছ্বাস গ্যালারিতে। মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ড্র করেছিল টিম। এবার আইএসএলে প্রথম জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। প্রথমবার মোহনবাগানের জার্সিতে মাঠে নামলেন জেমি ম্যাকলারেন।
ম্যাচের শুরুতে প্রথম ২ মিনিটেই এগিয়ে যায় নর্থ ইস্ট ইউনাই
টেড। গোল করেন মহম্মদ আলি বেমামের। কিন্তু ১০ মিনিটে সমতা ফেরায় মোহনবাগান। গোল করেন দীপেন্দু বিশ্বাস। কিন্তু ২৪ মিনিটে গোল করেন নর্থ ইস্টের আলেয়দিন আজারেই। প্রথমার্ধ শেষে ২-১ গোলের ব্যবধানে এগিয়ে ছিল নর্থ ইস্ট ইউনাইটেড।
দ্বিতীয়ার্ধে ৬১ মিনিটে গোল করলেন মোহনবাগানের শুভাশিস বসু। বল হাত থেকে ফসকে যায় নর্থ ইস্ট ইউনাইটেডের গোলকিপারের। আর গোল জালে জড়ান শুভাশিস বসু। ৮৭ মিনিটে বাঁ দিক থেকে ক্রস করেন সাহাল আবদুল সামিদ। বক্সের মধ্যে বাঁ পা দিয়ে গোল করেন জেসন কামিংস। ৩-২ গোলে জিতে পয়েন্ট টেবিলে চার নম্বরে উঠে গেল মোহনবাগান।