শহরে আইএসএলের ফাইনাল। শনিবাসরীয় সন্ধ্যায় যুবভারতী স্টেডিয়ামে মুম্বই সিটি এফসির মুখোমুখি মোহনবাগান সুপার জায়ান্ট। এদিকে সান ফ্রান্সিসকো থেকে আইএসএল ফাইনাল দেখতে শহরে এলেন বাগান সমর্থক গৌরব রায়।
এক্স হ্যান্ডেলে তিনি টিকিটের ছবি শেয়ার করেন। ক্যাপশানে লেখেন, "আইএসএল ফাইনালের জন্য সকলের সবার গন্তব্য যুবভারতী স্টেডিয়াম। যে টিমকে ভালবাসি, তার জন্য এরকম কাজই করি আমরা। যুবভারতীতে আসছি।" সোশ্যাল মিডিয়ায় তাঁর ওই টিকিটের ছবি ভাইরাল হয়ে গিয়েছে।
শনিবার বিকেল থেকেই স্টেডিয়ামের উদ্দেশে সমর্থকরা। যুবভারতী স্টেডিয়ামের গেটেও দেখা যায় লম্বা লাইন। সমর্থকরা দলের হয়ে স্লোগান দেন। লিগ শিল্ড ফাইনাল ম্যাচে ৬২ হাজার দর্শক হয়েছিল যুবভারতী স্টেডিয়ামে। ওড়িশা এফসির বিরুদ্ধে দ্বিতীয় লেগে দর্শক সংখ্যা হয় ৬২ হাজার। ফাইনালে সেই সংখ্যাটা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।