শুক্রবার শুরু আইএসএল। প্রথম ম্যাচেই নামবে মোহনবাগান সুপার জায়ান্ট। ঘরের মাঠ যুবভারতী স্টেডিয়ামে তাঁদের প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। এই ম্যাচে কি থাকবেন বাগানের নয়া বিশ্বকাপার জেমস ম্যাকলারেন! দলে যোগ দেওয়ার পরে একটি ম্যাচেও খেলেননি তিনি। বুধবার দলের অনুশীলনে বল নিয়ে প্র্যাকটিস করেন ম্য়াকলারেন। ফিজিক্যাল ট্রেনিংও করেছেন। কিন্তু সিচুয়েশন প্র্যাকটিসে ছিলেন না। ম্যাচের আগের দিন ক্লাব তাঁবুতে সাংবাদিক বৈঠক করবে মোহনবাগান। জেমস ম্যাকলারেন আইএসএলের প্রথম ম্যাচ থেকে খেলবেন কিনা, তা জানাতে পারে ক্লাব।
বুধবার মোহনবাগান গ্রাউন্ডে অনুশীলন করে দল। সমর্থকদের অনুশীলন দেখার সুযোগ করে দেওয়া হয়। তাঁরা ড্রাম বাজিয়ে, ফুটবলারদের নামে জয়ধ্বনি দিয়ে গ্যালারি মাতিয়ে রাখলেন। ড্রামের শব্দ, সমর্থকদের উল্লাস, স্মোক ক্যান্ডেলে মোহনবাগান মাঠ উৎসবমুখর হয়ে ওঠে। বুধবার দলের অনুশীলনে দেখা যায় আশিক কুরিয়ান ও ধীরজ সিংকে। পুরো সময় অনুশীলন করেন তাঁরা।
এবার ডুরান্ডে ফাইনালে উঠেও হাতছাড়া হয়েছে ট্রফি। কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ, আইএসএল ও সুপার কাপ, তিনটি টুর্নামেন্ট আছে এই মরশুমে। সব টুর্নামেন্টেই দলকে চ্যাম্পিয়ন দেখতে চান সবুজ-মেরুন সমর্থকরা।