রবিবার জর্জ টেলিগ্রাফের বিরুদ্ধে হার মোহনবাগানের। গত দু ম্যাচে ভাল খেলেছিল টিম। কিন্তু লিগের ম্যাচে এগিয়ে গিয়েও ২-১ ব্যবধানে হারতে হল।
গত দুই ম্যাচেই ৫টি গোল করে মোহনবাগান। দলে ছন্দ ছিল। তবে রবিবার যেন কিছুটা ছন্নছাড়া পারফরম্যান্স। এদিন ম্যাচের প্রথম ২০ মিনিট আক্রমণাত্মক ফুটবল খেলে তাঁরা। অমিত এক্কা, রাকেশ কর্মকাররা দারুণ পারফরম্যান্স করেন। ৩০ মিনিটের মাথায় হ্যান্ডবল থেকে পেনাল্টি পায় মোহনবাগান। গোল করেন সেরটো। প্রথমার্ধে এগিয়ে গিয়েও সুযোগটা কাজে লাগাতে পারল না সবুজ-মেরুন। বরং দ্বিতীয়ার্ধে ঝাঁঝ বাড়ায় জর্জ টেলিগ্রাফ। ৫৩ মিনিটেই সমতা ফেরায় জর্জ টেলিগ্রাম। ৫৭ মিনিটে আরও একটা গোল। পরপর দুটি গোল করে ম্যাচ জিতে যায় তাঁরা।
এদিকে লিগ টেবিলে প্রথম তিনের মধ্যেও নেই মোহনবাগান। ইস্টবেঙ্গল, ভবানীপুর, কাস্টমসরা অনেকটাই এগিয়ে। সুপার সিক্সে থাকতে হলে বেশ কয়েকটি ম্যাচে জিততেই হবে সবুজ-মেরুনকে।