সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওড়িশা এফসিকে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। যুবভারতী স্টেডিয়ামে হাইভোল্টেজ ম্যাচে ২-০ গোলের ব্যবধানে জিতল সবুজ মেরুন। রবিবার ম্যাচে ২২ মিনিটে প্রথম গোল করেন জেসন কামিংস। কাঙ্খিত দ্বিতীয় গোল এল ইনজুরি টাইমে। ৯৩ মিনিটে সাহাল আব্দুল সামাদের গোলের পরই গর্জনে কেঁপে ওঠে গ্যালারি। আগামী ৪ মে যুবভারতী স্টেডিয়ামে আইএসএল ফাইনাল হবে।
ওড়িশা এফসির ঘরের মাঠে ২-১ গোলের ব্যবধানে হারতে হয় মোহনবাগানকে। ঘরের মাঠে দ্বিতীয় লেগে জয়ের জন্য প্রত্যয়ী ছিলেন কোচ অ্যান্তেনিও হাবাস। ওড়িশার বিরুদ্ধে রবিবার গোল করে দলকে স্বস্তি দেন জেসন কামিংস। এরপর বারবার সুযোগ তৈরি হলেও গোল হয়নি। দ্বিতীয়ার্ধে খেলার ঝাঁঝ বাড়ায় ওড়িশা। কিন্তু বাগানের ডিফেন্স ও গোলকিপারের সৌজন্যে গোল হয়নি। ইনজুরি টাইমে সাহাল আব্দুল সামাদের গোলে ফাইনালে উঠে গেল মোহনবাগান।
সেমিফাইনালের দ্বিতীয় লেগে জয়ের রেকর্ড অক্ষুণ্ণ রাখলেন কোচ অ্যান্তেনিও হাবাস। এদিকে ডুরান্ড জয়, শিল্ড জয়ের পর আইএসএল ফাইনাল জয়ের দোরগোড়াতেও পৌঁছে গেল মোহনবাগান। একই মরশুমে ত্রিমুকুট জেতা এখন সময়ের অপেক্ষা সবুজ-মেরুনের।