আইএসএলে রেকর্ড অক্ষত। মরশুমের প্রথম ডার্বিতে ইস্টবেঙ্গল এফসি-কে হারাল মোহনবাগান। বাঁ দিকের উইংয়ে লিস্টন কোলাসো, ডানদিকের উইংয়ে মনবীর সিং। আর সেন্ট্রাল ফরোয়ার্ড জেমস ম্যাকলারেন। এই ত্রিফলা আক্রমণে কার্যত পর্যুদস্ত ইস্টবেঙ্গল। প্রথমার্ধে অফসাইডে একটি গোল বাতিল হয়। স্টুয়ার্ট ও কোলাসো সুযোগ পেয়েছিলেন। কিন্তু গোল মিস হয়। ৪১ মিনিটে ডান দিক থেকে মনবীরের গ্রাউন্ড ক্রস থেকে দুরন্ত শটে গোল পান জেমি ম্যাকলারেন। ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। দ্বিতীয়ার্ধে ৮৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করে কফিনের শেষ পেরেক পোঁতেন পেত্রাতোস। ২-০ গোলে আইএসএল ডার্বি জয় বাগান ব্রিগেডের।
শনিবার ডার্বির দিন শহরে এসেছেন লাল-হলুদের নতুন কোচ অস্কার ব্রুজোঁ। সাম্প্রতিক অতীতে এই দৃশ্য দেখা যায়নি। প্রথম দিন দলের কোচ হিসেবে যোগ দিয়েই ডার্বি। কিন্তু ম্যাচজুড়ে ইস্টবেঙ্গলের রক্ষণ নিয়ে ছিনিমিনি খেলে মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শেষ দিকে কিছুটা আক্রমণ দেখা গেলেও, তাতে সুযোগ হাতছাড়া করে লাল-হলুদ।
প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে মুহুর্মূহ আক্রমণ করলেন বাগানের স্ট্রাইকাররা। রক্ষণ সামলাতেও ব্যর্থ, আক্রমণের ঝাঁঝও বাড়াতে পারল না লাল-হলুদ। দ্বিতীয়ার্ধে গোলের সংখ্যা আরও বাড়তে পারত। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি ফুটবলাররা। দ্বিতীয়ার্ধে একটি পেনাল্টির সিদ্ধান্ত দেয়নি রেফারি। কিন্তু ৮৭ মিনিট পেত্রাতোসকে ট্যাকেল করতেই পেনাল্টি দেয় রেফারি। গোল করেন পেত্রাতোস। ইস্টবেঙ্গলকে ২-০ ব্যবধানে হারিয়ে মরশুমের প্রথম ডার্বি জয় মোহনবাগানের।
চার ম্যাচে হেরে এই ডার্বিতে যুবভারতী স্টেডিয়ামে নেমেছিল ইস্টবেঙ্গল। টানা পাঁচ ম্যাচে হারের পর আইএসএলের আগামী ম্যাচগুলি আরও কঠিন হয়ে গেল লাল-হলুদের কাছে। আগামী ম্যাচে তাঁদের প্রতিপক্ষ ওড়িশা এফসি, মহমেডান ও নর্থ ইস্ট ইউনাইটেড। কোনও ম্যাচই সহজ হবে না তাঁদের কাছে।