রবিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ওড়িশা এফসিকে হারিয়ে জয় মোহনবাগানের। ২-০ গোলে জিততে হত টিমকে। প্রথম গোল জেসন কামিংসের। ইনজুরি টাইমে গোল করে দলকে কাঙ্খিত জয় এনে দেয় সাহাল আব্দুল সামাদ। এই ম্যাচ চলাকালীন গ্যালারিতে দেখা গেল হরেকরকম টিফো। সেই সব টিফোতে দেখা গেল সবুজ-মেরুন আবেগ।
মেরিনার্স ফ্যান ক্লাবগুলির টিফো একাধিকবার নজর কেড়েছে যুবভারতী স্টেডিয়ামে। রবিবার ম্যাচ চলাকালীন একটি টিফোতে দেখা যায়, ২০২৩-২০২৪। ফাইনাল পিক। আইএসএল শিল্ড ও ডুরান্ড কাপ। আইএসএল ট্রফি জিতলে ত্রিমুকুট জয় হবে। সেটাই ইঙ্গিত করা হয়েছে ওই টিফোতে।
আরও একটি টিফোতে চার ফুটবলারের ছবি দিয়ে লেখা হয়েছে, ব্যাটন পাল্টে এভাবেই গৌরব ধরে রাখা হয়েছে। ব্যারেটো, ওডাফা, সনি নর্ডি ও দিমিত্রি পেত্রাতোসের ছবি আছে ওই টিফোতে।
আরও একটি টিফোতে ডায়মন্ড কোচ অমল দত্তের ছবি শেয়ার করেছেন সমর্থকরা। অন্য এক টিফোতে মোহনবাগানের 'পঞ্চপাণ্ডব' দেখানো হয়েছে। যে ছবিতে আছেন লিস্টন কোলাসো, সাহাল আব্দুল সামাদ, অনিরুদ্ধ থাপারা।