মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দিলেন জাতীয় দলের সেন্ট্রাল মিডফিল্ডার আপুইয়া। সোমবার কলকাতায় মেডিকেল পরীক্ষা হয় তাঁর। আপুইয়াকে দলে নিয়ে শক্তি বাড়াল সবুজ-মেরুন। ২৩ বছরের এই ফুটবলার এই মরশুমে দলের অন্যতম ভরসা হয়ে উঠতে পারেন।
মরশুমের শুরুতেই বড় চমক দেয় মোহনবাগান সুপার জায়ান্টস। এবার দলের দায়িত্ব সামলাবেন হোসে মোলিনা। আগে এটিকের দায়িত্বে ছিলেন তিনি। আপুইয়ার দলে যোগ দেওয়া নিয়ে কোচ জানিয়েছেন, "মিডফিল্ডের শক্তি বাড়ল। গত মরশুমে গুরুত্বপূর্ণ ফুটবলার ছিলেন। জাতীয় দলেও ভল খেলেছেন। ওর দলে যোগ দেওয়া নিঃসন্দেহে শক্তি বৃদ্ধি মোহনবাগান সুপার জায়ান্টের।"
মোহনবাগানে যোগ দিয়ে খুশি আপুইয়া নিজেও। তিনি জানিয়েছেন, "মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেওয়া গর্বের। কোচ ও সতীর্থদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। মোহনবাগানের হয়ে নিজের সেরাটা দেব। মাঠে নামার জন্য মুখিয়ে আছি। ক্লাব ও মোহনবাগানের সমর্থকদের জন্য সবটুকু উজাড় করে দেব।"