ডুরান্ড কাপে লাজং এফসির বিরুদ্ধে হেরে ছিটকে গিয়েছে ইস্টবেঙ্গল। শুক্রবার কোয়ার্টার ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট। প্রতিপক্ষ পঞ্জাব এফসি। ম্যাচের আগের দিন আত্মবিশ্বাসী কোচ হোসে মোলিনা। যাওয়ার আগে কোয়ার্টার ফাইনালের পরিকল্পনা জানিয়ে গেলেন বাগান কোচ।
জানা গিয়েছে, কোয়ার্টার ফাইনালে দলের শক্তি বাড়াতে যোগ দিয়েছেন দিমিত্রি পেত্রোতো। অনুশীলনে পুরনো ছন্দে ছিলেন তিনি। এদিকে ম্যাচের আগের দিন অভিনব অনুশীলন করল মোহনবাগান। ২৪ জনের দলকে দুভাগে ভাগ করে খেলানো হয়। হেরে যাওয়া দলকে শাস্তিও পেতে হল।
বাগান কোচ মোলিনা জানালেন, "এই ধরনের টুর্নামেন্টে কোয়ার্টার ফাইনাল ম্যাচ কঠিন হবেই। বড় ম্যাচ। তবে আমরা আত্মবিশ্বাসী। আশা করব, এই ম্যাচ জিতে শেষ চারে পৌঁছব। ভাল ফুটবলই আমাদের পরিকল্পনা। আমাদের প্লেয়াররা খেলা তৈরি করবে। গত কয়েকটি ম্যাচে সেই কাজটাই করে গেছে ওরা।" কোচ জানিয়েছেন, কোয়ার্টার ফাইনালে অনেক প্লেয়ারই দলে নেই। জেমি ম্যাকক্লারেন, গ্লেন মার্টিন্স নেই। আশিকও এই দলে নেই। কোয়ার্টার ফাইনালের আগে তাই সতর্ক বাগান কোচ।