জেসন কামিংসকে সই করিয়ে নিল মোহনবাগান। বুধবার টুইটারে এই ঘোষণা করে সবুজ-মেরুন। কাতার বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলেছিলেন তিনি। এবার মোহনবাগান সুপার জায়ান্টসের সঙ্গে তিন বছরের চুক্তি করলেন জেসন কামিংস।
বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে খেলেন। গোল পাননি, কিন্তু কামিংসের পারফরম্যান্স আকর্ষণীয় ছিল। ঘরোয়া লিগে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সের হয়ে খেলতেন। লিগের ফাইনালে হ্যাটট্রিক করেন তিনি। ৪৯ ম্যাচে ৩০ গোল করেন তিনি। স্কটিশ কাপ, নটিংহ্যাম ফরেস্ট, রেঞ্জার্স, লুটন টাউনের মতো ক্লাবে খেলেছেন তিনি। স্কটল্যান্ডের জাতীয় দলের জার্সিতেও দুটি ম্যাচ খেলেছেন। পরে সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন তিনি।
আরও পড়ুন: মাঠে ফিরে আবার লাল কার্ড, সাফ সেমিফাইনালে ডাগআউটে নেই ইগর স্তিমাচ
এবার মোহনবাগানে কামিন্স আসায় মোহনবাগান সুপার জায়ান্ট আরও শক্তিশালী হল। দিমিত্রি পেত্রাতোস, কামিংস ও আর্মান্দো সাদিকু। এই আক্রমণভাগ নিয়েই অগাস্টে এএফসি কাপে নামবে সবুজ-মেরুন শিবির।