এএফসি কাপে প্রিলিমিনারি রাউন্ডে মোহনবাগান সুপার জায়ান্টসের (Mohun Bagan Super Giants) মুখোমুখি হবে নেপালের ক্লাব মাছিন্দ্রা এফসি। ১৬ অগাস্ট এই ম্যাচে মুখোমুখি হবে দুই দল। ১২ অগাস্ট ডুরান্ড কাপে কলকাতা ডার্বি (Kolkata Derby)। এরপরই এই ম্যাচ। তাই চাপ বাড়ল সবুজ-মেরুনের।
গত ৮ অগাস্ট পারো এফসিকে এএফসি কাপের প্রথম রাউন্ডে হারিয়েছে মাছিন্দ্রা। তাই মোহনবাগানের কাছে এই ম্যাচের লড়াই সহজ হবে না। মোহনবাগানে টিমের সঙ্গে যোগ দিয়েছেন কোচ জুয়ান ফেরান্দো। এএফসি কাপের এই ম্যাচে মাছিন্দ্রা এফসিকে হারালে পরের রাউন্ডে যেতে পারবে সবুজ-মেরুন।
আরও পড়ুন:চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাক মহারণ, আত্মবিশ্বাসী ভারত, জয় চাইছে পাকিস্তান