ইস্টবেঙ্গলকে গার্ড অফ অনার দিল মোহনবাগান। একবিংশ শতকের ময়দানে নতুন ছবি ধরা পড়ল যুবভারতী ক্রীড়াঙ্গনে। রবিবার ডুরান্ড কাপের পুরস্কার নেওয়ার সময় লাল-হলুদ ফুটবলারদের এই সম্মান দেখালেন সবুজ-মেরুন ফুটবলাররা।
দিনটা ছিল ১২ অগাস্ট। কলকাতার মাঠে মরশুমের প্রথম ডার্বিতে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচেও দ্বিতীয়ার্ধে গোল করে কলকাতাকে চমকে দিয়েছিলেন এক অটো চালকের ছেলে। নাম নন্দকুমার। এই বছর ওড়িশা থেকে এসেছেন ইস্টবেঙ্গলে খেলতে। আর প্রথম ডার্বিতেই গোল করে নায়ক হয়েছিলন।
সেই গোলই যেন তেসরা সেপ্টেম্বরের যুবভারতীতে ফিরিয়ে দিলেন দিমিত্রি পেত্রাতোস। তেইশ বছর আগে মহীন্দ্রা ইউনাইটেডকে গোল্ডেন গোলে হারিয়ে দিল্লি থেকে কলকাতায় ডুরান্ড এনেছিল মোহনবাগান। পেত্রাতোসের পায়ে সেই শাপমুক্তি হল। গোটা টুর্নামেন্টে একটি ম্যাচ হেরেই ফাইনালে উঠেছিল মোহনবাগান। সেই হারা ডার্বিকে এদিন জয়ে পরিণত করে চ্যাম্পিয়ন মোহনবাগান।